বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে রাজধানী ঢাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান। ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে। যে সব বিলবোর্ডের নবায়নের মেয়াদ গত জুন মাসে শেষ হয়ে গেছে সেগুলোই অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্মকর্তারা।
সিটি কর্পোরেশন বলছে এসব বিলবোর্ড টাঙ্গানোর অনুমতি না দেওয়ার কারণে অবৈধ হয়ে গেছে। প্রথমে ভারী যন্ত্রপাতি দিয়ে বড় আকারের বিলবোর্ড অপসারণের পর অপেক্ষাকৃত ছোট ও মাঝারি আকারের বিলবোর্ডগুলো সরিয়ে ফেলা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে বড় ধরনের ৩ হাজার বিলবোর্ড রয়েছে।
কিন্তু বিলবোর্ডের সাথে জড়িত ব্যবসায়ীরা বলছে এ সম্পর্কে তারা কিছু জানে না। তাদের অভিযোগ তাদের সাথে কোন কথা না বলে এ অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। অনেকে আবার নিজ উদ্যোগে নিজেদের বিলবোর্ড সরিয়ে নিচ্ছেন যাতে তা বিনষ্ট হয়ে না পড়ে।
রাজধানীর বিজয় স্মরণী এলাকায় বিলবোর্ড অপসারণের কাজ শুরু হয় মঙ্গলবার রাত থেকে। রাতে বিজয় স্মরণী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারিরা। গভীর রাতে দেখা যায় ক্রেন, বুলডোজারসহ ভারী যন্তপাতি দিয়ে বড় ধরনের বিলবোর্ড অপসারণ করা হচ্ছে।
অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশনের এমন একজন কর্মকর্তা বিপন কুমার বলেন, আগে বড় ধরনের বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। পরে ছোট বিলবোর্ড সরানোর কাজ করা হবে। বড় ধরনের বিলবোর্ড সরাতে যেহেতেু ভারী যন্তপাতি প্রয়োজন সেকারণে এগুলো আগে সরানো হচ্ছে।
তিনি আরও জানান, যেহেতু বিলবোর্ডগুলোর মেয়াদ নবায়ণ করা হয়নি, সেহেতু সব বিলবোর্ড অবৈধ হয়ে গেছে। এ কারণে ছোট বড় সব ধরনের বিলবোর্ড অপসারণ করা হবে। বড় ধরনের একটা বিলবোর্ড সরাতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগছে। বিলবোর্ড উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। বিলবোর্ড নীতিমালা না হওয়া পর্যন্ত তারা পদক্ষেপ নিবেন।