বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
শচীন টেন্ডুলকার পুরো ক্রিকেট বিশ্বেই সম্মানের পাত্র। নিজ দেশে তো তিনি ক্রিকেটারদের আদর্শ। ভারতীয় ক্রিকেট ঈশ্বর, লিটল মাস্টার, মাস্টার ব্লাস্টার কত নামেই না ডাকা হয় শচীনকে। এবার তাকে ভগবানতুল্য হিসেবে আখ্যায়িত করেছেন মহেন্দ্র সিং ধোনি।
আমেরিকান বাজার নামক ওয়েব পোর্টালে একটি ভিডিও পোস্ট করেন ধোনি। সেখানে তিনি শচীনের ভূয়সী প্রশংসা করেন। ‘শচীন আমার আদর্শ ব্যক্তি। ক্রিকেটের প্রতি তার যে আবেগ ছিল তা আমাকে অনুপ্রাণিত করে।’
ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক উল্লেখ করেন, ‘আমরা যখন বেড়ে উঠি তখন থেকেই শচীনকে টিভির পর্দায় দেখে অভ্যস্ত ছিলাম। তিনি আমাদের কাছে ভগবানের মতো। আমি তাকে আমার আদর্শ হিসেবে দেখি। তিনি একজন সফল ক্রিকেটার এবং একইসঙ্গে তার নম্রতা সত্যিই প্রশংসনীয়।’
শচীনের খেলা দেখে অনুপ্রাণীত ধোনি। ‘শচীনের ব্যাটিং দেখে অনেক কিছুই শিখেছি। কীভাবে উন্নতি করা যায় তার জন্য শচীনই বড় উদাহরণ। মাঠে তার উপস্থিতি সব সময়ই একটা বাড়তি উৎসাহ যোগাতো। তিনি একজন ক্রিকেটার হিসেবে প্রতিনিয়তই উন্নতির চেষ্টা করে গেছেন। এমন উপলব্ধি থেকেই তাকে অনুকরণ করি।’