বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
বদ্যুতের মূল্য না কমালে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ভাড়াটিয়া পরিষদ। এছাড়া ১০ দিনের মধ্যে বর্ধিত মূল্য প্রত্যাহার করে নাগরিকদের ভোগিান্তি কমানোর দাবি জানিয়েছে সংযুক্ত শ্রমিক ফেডারেশন।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুতের বর্ধিত দাম সেপ্টেম্বর থেকে কার্যকর। অথচ বাড়িওয়ালারা আগস্ট মাসেই বাড়তি ভাড়া দাবি করছেন। তাই বারবার জ্বালানির দাম বাড়িয়ে বাড়িওয়ালাদের অর্থনৈতিক নির্যাতনের সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। কিন্তু এ অবস্থা চলতে দেওয়া যায় না।
তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে সরকারকে গ্যাস, বিদ্যুতের দাম কমাতে হবে। অন্যথায় ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় কালো পতাকা নিয়ে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
এ সময় অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা, কামাল সিদ্দিকী, নজরুল ইসলাম সবুজ, জামাল শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংযুক্ত শ্রমিক ফেডারেশন
এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সংযুক্ত শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির এক মানববন্ধনে এ দাবি করা করা হয়।
ফেডারেশন নেতারা আগামী ১০ দিনের মধ্যে বর্ধিত মূল্য প্রত্যাহার করে নাগরিকদের ভোগান্তি কমানোর দাবি জানান।
সংযুক্ত শ্রমিক ফেডারেশন সভাপতি মোসাদেক হোসেন শফি বলেন, ‘বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছে।’
বক্তারা আরো বলেন, ‘সরকার যানজট নিরসনের উদ্যোগ না নিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ যোগ্য নয়।