বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
আগামী ১৭ সেপ্টেম্বর ওভালে শারীরীক প্রতিবন্ধীদের জন্য একটি চ্যারিটি ম্যাচ আয়োজন করেছে ইংল্যান্ডের হিরোস ক্রিকেট ক্লাব। আর সেখানে একই টিমে খেলবেন ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী মহেন্দ্র সিং ধোনি ও শহিদ আফ্রিদি। তাঁদের সঙ্গে থাকছেন বীরেন্দ্র শেওয়াগ ও হার্সেল গিবস।
ধোনি-আফ্রিদি হিরোস ইলেভেনের বিরুদ্ধে খেলবে অ্যান্ড্রু স্ট্রস ও ব্রেন্ডন ম্যাকালামের ওয়ার্ল্ড ইলেভেন। ম্যাকালামদের টিমে ম্যাথিউ হেডেন, মাহেলা জয়বর্ধনে ও গ্রেম স্মিথরাও থাকছেন। ধোনিদের টিমের ম্যানেজার হয়েছেন ইয়ান বোথাম। অন্যদিকে ম্যাকালামদের ডিরেক্টর সুনীল গাভাস্কর।
এই চ্যারিটি ম্যাচের পুরো টাকাই ইংল্যান্ডের হিরোস ক্রিকেট ক্লাব ও শারীরীক প্রতিবন্ধী টিমের জন্য ব্যবহার করা হবে।
এই ম্যাচে অংশ নিতে পেরে টিম ইন্ডিয়ার ওয়ানডে ক্যাপ্টেন ধোনি বলছেন, ওভালে ক্রিকেটর রথি-মহারথীদের সঙ্গে খেলতে পারব ভেবেই ভালো লাগছে। বরবারই ইংল্যান্ডে খেলা আমি উপভোগ করি। আমি চাইব আমরা যে মহৎ উদ্দেশ্যে মাঠে নামছি সেটা স্বার্থক করতে যেন ফ্যানেরা সেদিন মাঠ ভরিয়ে দেন। কারণ ওদিন বিশ্বমানের ক্রিকেটই দেখতে পাবেন তাঁরা।