Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে শিক্ষকদের সঙ্গে এবার আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীরাও। আজ বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন।

ভিসির অপসারণ দাবিতে বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ‘সন্ত্রাসের ধারক-তোষক-পোষক ও মিথ্যাবাদী উপাচার্যের প্রতি অনাস্থায় আর কোন দাবি দাবি নাই, উপাচার্যের অপসারণ চাই’ সম্বলিত ব্যানার নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-২ এর সামনে গিয়ে সেখানেই অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থীদের স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত হয়ে উঠে। শিক্ষার্থীরা এসময় শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

অপরদিকে শিক্ষকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেলা ১১টা থেকে দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন শুরু করে বিশ্ববিদ্যালয়ের দপ্তর প্রধান ফোরাম। ফোরামের আহ্বায়ক আ ন ম জয়নাল আবেদীন এ তথ্য জানান।

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ, উপাচার্যের অপসারণ ও তাঁর বিচার দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্রতীকী অনশনও পালিত হয়েছে। প্রশাসনিক ভবন-২ এর সামনে সকাল ৯টা থেকে প্রতীকী অনশন শুরু করেন শিক্ষকরা। দুপুর ১টায় এ কর্মষূচি শেষ হয়।

আন্দোলনের মুখপাত্র ড. সৈয়দ সামসুল আলম জানান, আমাদের একটাই দাবি, এই উপাচার্যের অপসারণ। আমাদের আন্দোলন এই উপাচার্যের বিরুদ্ধে। শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে ভিসির বিচার করার দাবি করেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে অপসারণ না করলে তারা কঠোর কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, গত রবিবার (৩০ আগস্ট) উপাচার্যের অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা প্রশাসনিক ভবন-২ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে ব্যানার কেড়ে নেয়। এঘটনায় ইউনুছসহ ১০ জন শিক্ষক আহত হন। এর পর থেকে উপাচার্যবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে।