শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
ফিফা র্যাঙ্কিং-এর শীর্ষস্থান ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা। ১ হাজার ৪৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আলবেসেলেস্তেরা। তবে, অবনমন হয়েছে বাংলাদেশের র্যাঙ্কিং-এ। তিন ধাপ পিছিয়ে ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং-এর ১৭৩ নম্বরে আছে লাল সবুজের প্রতিনিধিরা।
এছাড়া এক থেকে দশের তালিকায় আর্জেন্টিনার পর যথাক্রমে বেলজিয়াম, জার্মানি, কলম্বিয়া, ব্রাজিল, পর্তুগাল, রোমানিয়া ও ওয়েলশ। তবে, র্যাঙ্কিং-এ দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। আর দুই ধাপ পিছিয়ে দশ নম্বরে নেমে গেছে ওয়েইন রুনির ইংল্যান্ড।
এদিকে, একধাপ কমে ৮৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স অবস্থান করছে র্যাঙ্কিং-এর ২৪ নম্বরে। এছাড়া, এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে ১৫৫ তম অবস্থানে আছে ভারত।
মালদ্বীপ ও শ্রীলঙ্কার অবস্থান যথাক্রমে ১৭৭ ও ১৮৪ নম্বরে। এছাড়া একধাপ কমে এর পরেই ৫৬ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে নেপাল।