Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
যশোরে একটি ছিনতাই মামলার সূত্র ধরে জব্দ করা প্রাইভেটকার থেকে ১১০টি সোনার বার (১২ কেজি ওজন) উদ্ধার করেছে পুলিশ। যার দাম প্রায় চার কোটি টাকা।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) আড়াইটার দিকে যশোরের বাঘারপাড়া থানায় ওই প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৩-৯৫৪০) তল্লাশি চালিয়ে গিয়ার বক্সের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে একজন ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাঘারপাড়া থানায় জব্দ করা প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (০২ সেপ্টেম্বর) বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম রাস্তার মোড়ে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্য পরিচয়ে পাঁচ/সাতজনের একটি দল ওই প্রাইভেটকারের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এসময় তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে জানা যায় মিজান যশোরের ঝিকরগাছা থানার পুলিশ কনস্টেবল। তার বাড়ি নড়াইলের নড়াগাতি থানার নয়নপুর গ্রামে।

তিনি পুলিশকে জানান, তিনি ছাড়াও নড়াইলের নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মৃত মোক্তার শেখের ছেলে ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ওয়াচার (সাতক্ষীরায় কর্মরত) লিপ্টন, পাবনার সুজানগর থানার কনস্টেবল রুবায়েত হোসেন (নম্বর-৬৯৪), অভয়নগরের মোশাররফ ও আশরাফ মিলে এ ছিনতাইয়ের প্রস্তুতি নিয়েছিলেন।

এরপর ওই রাতেই মিজান বাঘারপাড়া থানা হাজত থেকে পালিয়ে যান। এ ঘটনায় ছিনতাইকারীদের কবলে পড়া প্রাইভেটকারটির মালিক খুলনার বাসিন্দা তৌহিদুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।

আসামি পুলিশ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির ও কনস্টেবল ওলিয়ার রহমানকে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ছিনতাই মামলার বাদী তৌহিদুর রহমান মূলত স্বর্ণ পাচারকারী। তাকে এবং ওই প্রাইভেটকারের চালক মালেককে আসামি করে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, এটা স্পষ্ট যে পুলিশ কনস্টেবল মিজানুরসহ অন্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই স্বর্ণের বার ছিতাইয়ের চেষ্টা করেছিলেন।