Thu. Oct 16th, 2025
Advertisements

7শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে (৭০)। শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সেখানে নেওয়া হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

সঙ্গে স্ত্রী ও ছোট মেয়ে থাকবেন বলেও জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

মহসিন আলীকে নিয়ে যাওয়ার জন্য সকাল পৌনে দশটার কিছু আগে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছে।

এর আগেও বাইপাস সার্জারি হয়েছে সৈয়দ মহসিন আলীর। এছাড়াও তিনি ডায়াবেটিসে ভুগছেন।