রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশের আরো এক কোটি ৩০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আগামী দুই-এক মাসের মধ্যে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।
আজ রোববার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মোস্তাফিজুর রহমান।
মন্ত্রী জানান, এ সিদ্ধান্ত কার্যকর হলে শতভাগ প্রাথমিক শিক্ষার্থী উপবৃত্তির আওতায় চলে আসবে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা আর থাকবে না। যারা অর্থাভাবে লেখাপড়া করতে পারে না, তারা ঝরে না পড়ে যথাযথ লেখাপড়া চালিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশে এখন গড় সাক্ষরতার হার ৬১ শতাংশ। সাক্ষরতা দিবস উপলক্ষে সরকারের নেওয়া কর্মসূচির মাধ্যমে শিক্ষা থেকে ঝরে পড়ার হার ও বৈষম্য হ্রাস পাবে বলেও মনে করেন মন্ত্রী।
এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হলো ‘খরঃবৎধপু ধহফ ঝঁংঃধরহধনষব ঝড়পরবঃু’ বা ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’।
দিবসটি উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে এসে শেষ হবে।