Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি ডিজাইনে এবার ৮ হাজার ডিজাইন জমা পড়েছে বলে জানিয়েছেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন। এই ৮ হাজার ডিজাইন থেকে একটি ডিজাইন জার্সি নির্বাচিত করা হবে মাশরাফি ও মুশফিকদের জন্য।

জানা গেছে, ভোটিং ধাপের নির্বাচন করা হবে ভক্তদের করা জার্সিগুলো। ভোটিং কার্যক্রম চলবে ১৪ই সেপ্টেম্বর থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত। এসএমএস-এর মাধ্যমে ভোটিং পর্যায়ে ফাইনালিস্ট সেরা ১১ জন ডিজাইনারের জার্সি নির্দিষ্ট একটি শর্টকোড বহন করা হবে।

অনলাইন ভোটিংয়ে যে কেউ তার পছন্দসই ডিজাইন ওয়েবসাইটে গিয়ে ভোট করতে পারবে। ১১ জার্সি নির্বাচিত হওয়ার পর তা রবির ফেসবুক পেজ এবং আউটলেটে প্রদর্শন করা হবে। এরপর ২ অক্টোবর পাঁচ সদস্য একটি বিশেষ প্রতিনিধি দল ফলাফল প্রকাশ করবেন