Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

mujibur-rahmanখোলাবাজার ঢাকা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানসহ ১৩ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের আগে পুলিশ তাকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বলে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা  খোলাবাজরকে বলেছেন। ওই জামায়াত নেতা অভিযোগ করে বলেন, অধ্যাপক মুজিবকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় অবরুদ্ধ করে রাখে।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির  আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজন সাবেক এমপিসহ ১৩ জনকে আটক কর‍া হয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে আছি। এখন তাদেরকে নিয়ে ডিবিতে যাওয়া হবে।

(খোলাবাজার/জিএম)