খোলাবাজার : ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, দেশে বিদ্যমান সংকট সমাধানে আপোসহীন দেশনেত্রী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের বৃহত্তর ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ফ্যাসিবাদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে টেকসই উন্নয়নের কোন সুযোগ নেই। গণতন্ত্র বিপদগ্রস্ত হলে একদিকে চক্রান্ত-ষড়যন্ত্রের রাস্তা তৈরী হয় অপরদিকে জঙ্গীবাদের অপতৎপরতার পথ প্রশস্ত হয়। গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের শান্তিপূর্ণ পথ বন্ধ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, যখন গণতন্ত্রের সবপথ বন্ধ হয়ে যায় তখন বাধভাঙা জোয়ারের মত সব ভেঙে গেলে এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়াসহ ২০ দলীয় জোট নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা কারাগারে আটক আছেন তাদের মুক্তি দিতে হবে। গণতন্ত্র এখন সমাধিস্থলের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ঐক্যবদ্ধ আন্দোলন করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার আহ্বান জানান।
৭ সেপ্টেম্বর সোমবার এনডিপি কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় ও মহানগরীর যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌথ সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য ক্বারী আবু তাহের, দপ্তর সম্পাদক মোঃ মুছা, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আলম হোসেন, শ্রমিক সংগঠনের আহ্বায়ক মোঃ মনির হোসেন সহ প্রমুখ।
(খোলাবাজার/জিএম)