সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় পৃথক ঘটনায় বিলের পানিতে ডুবে চার শিশু-কিশোরির মৃত্যু হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার দুটি উপজেলার তিনটি স্থান এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, আজ সকালে কাপাসিয়ার মহিষাদামনা এলাকার আছমত আলী আকন্দের ছেলে সাড়ে তিন বছর বয়সী তামীম ও একই এলাকার মামুন মিয়া আকন্দের মেয়ে চার বছর বয়সী সোহানা অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। খেলা করার সময় ওই দুই শিশু পাশের বিলে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুরা সম্পর্কে চাচা-ভাতিজি। একই বাড়ির দুই শিশু পানিতে ডুবে নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে একই দিন দুপুরে খেলা করার সময় শ্রীপুরের ভাওয়াল রাজবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শিপন (৫) বাড়ির পাশের বিলে পড়ে পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা জানিয়েছেন।
এ ছাড়া শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের বাসুদেবপুর নানাইয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মাসুম হোসেনের মেয়ে নীলা আক্তার (১৪) রোববার বিকেলে চাচাতো বোন ইলাসহ অন্যদের সঙ্গে বাড়ির পাশের পারুলী নদীর বিলে নৌকায় চড়ে বেড়াতে যায়। বিলে ঘুরে বেড়ানোর সময় চার আরোহীসহ হঠাৎ নৌকাটি উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে পাড়ে উঠে এলেও নীলা বিলের পানিতে তলিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নীলাকে উদ্ধার করে সন্ধ্যায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার চাচাতো ভাই জহিরুল ইসলাম জানিয়েছেন।
নীলা স্থানীয় নানাইয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।