Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
এ বছর তাঁর অধীনে দারুণ সফল জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে ওয়ানডেতে। বিশ্বকাপ সাফল্যের পর বাংলাদেশের ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ‘বধে’র নেপথ্য নায়ক চন্ডিকা হাথুরুসিংহের স্বদেশ শ্রীলঙ্কার কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। তবে আপাতত তিনি শ্রীলঙ্কায় যাচ্ছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ দলের কোচ থাকবেন হাথুরুসিংহে।

আগামী বছরের জুন পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হাথুরুসিংহে। ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন এই শ্রীলঙ্কান কোচ।

আগস্টের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে চলে যান হাথুরুসিংহে। সোমবার ঢাকায় ফিরেই কথা বলতে চলে আসেন বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে। দুজনের ১০ মিনিটের আলাপচারিতায় উঠে আসে শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে পাওয়া প্রস্তাবের বিষয়ও।

বৈঠক শেষে নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘আলোচনায় হাথুরুসিংহে একবারও বলেননি যে তিনি শ্রীলঙ্কায় যেতে আগ্রহী। আমরা তাই ধরে নিতে পারি যে আপাতত তিনি শ্রীলঙ্কায় যাচ্ছেন না। কারণ তাঁর সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ ২০১৬ সালের জুন পর্যন্ত।’

একসময় শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ ছিলেন হাথুরুসিংহে। তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এসএলসির সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়েছিল তিক্ততার মধ্য দিয়ে। ২০০৯ সালের শুরুতে দায়িত্ব নেওয়ার পর ২০১০ সালের জুনে তাঁকে বরখাস্ত করা হয়েছিল। সে সময় জিম্বাবুয়ে সফরে ছিল শ্রীলঙ্কা। তবে সফরের মাঝামাঝি অস্ট্রেলিয়ায় লেভেল-৩ কোচিং কোর্স করতে চলে যাওয়ার অভিযোগে হাথুরুসিংহেকে বরখাস্ত করে এসএলসি।

সোমবার হাথুরুসিংহে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সেরে জাতীয় দলের অনুশীলন দেখতে চলে যান তিনি।