Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

72সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
প্রায় খাদের কিনারেই চলে গিয়েছে নেদারল্যান্ডস। ইউরো ফুটবল ২০১৬-এর মূল আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায় ডাচরা। বাছাই পর্বের খেলায় এবার ডাচরা ৩-০ গোল হেরেছে তুরস্কের কাছে। রবিবার রাতের এই ম্যাচে স্বাগতিক তুরস্কের কাছে পাত্তাই পায়নি আরিয়েন রোবেনকে ছাড়া খেলতে নামা নেদারল্যান্ডস।

এই ম্যাচ হারায় মূল আসরে কোয়ালিফাই করার সম্ভবনা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে ডাচদের জন্য। কেননা, ম্যাচটি জিতে নিয়ে ২ পয়েন্টের ব্যবধানে তৃতীয়স্থানে উঠে এসেছে তুরস্ক। আর শীর্ষ অবস্থানটি দখল করে রেখেছে চেক প্রজাতন্ত্র। দ্বিতীয়স্থানে রয়েছে আইসল্যান্ড; কয়েক রাত আগেই যাদের কাছে ঘরের মাঠে হারতে হয়েছিল নেদারল্যান্ডসকে।

গত তিন দশকে এখন অব্দি ইউরো ফুটবলের মূল পর্ব থেকে কখনোই বাদ পড়েনি ডাচরা। তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। ছন্দহীন ফুটবলের কারণে প্রায় প্রতিটি ম্যাচেই হতাশা সঙ্গী হয়েছে তাদের।

২০১৬ সালের মূল আসরে খেলতে হলে বাছাই পর্বের বাকি দুটি ম্যাচেই জিততে হবে নেদারল্যান্ডসকে। তাতেও অবশ্য শেষ রক্ষা হচ্ছে না। কেননা, গ্রুপের সেরা দুটি দলে তাদের থাকার সম্ভবনা নেই একদমই। আর তৃতীয়স্থানে থাকলেও প্লে-অফ ম্যাচ খেলে মূল আসারে যোগ দেওয়ার ক্ষেত্রে ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হবে ডাচদের।

এদিকে, ডাচদের হতাশার রাতে স্বস্তি যোগ হয়েছে ইতালি শিবিরে। কেননা, এ রাতে বুলগেরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে এইচ-গ্রুপের শীর্ষে ফিরেছে ইতালিয়ানরা। ফলে ইউরো-২০১৬ মূল আসরে প্রায় এক পা দিয়েই রেখেছে তারা। কেননা, দ্বিতীয়স্থানে থাকা নরওয়ের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে রয়েছে ইতালি। অপর একটি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে নরওয়ে।

রাতের অপর ম্যাচে ইসরাইলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গ্যারেথ বেলের দেশ ওয়েলস। যে কারণে ইউরো ফুটবলের মূল পর্বে সুযোগ পাওয়া নিয়ে খানিকটা শঙ্কাতেই পড়তে হয়েছে বেলদের। তবে ওয়েলস কোচ ক্রিস কোলম্যান মনে করেন, তার দলের মূল পর্বে খেলার শতভাগ সম্ভবনাই রয়েছে।