Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: ফুটবলের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার নামে বাজারে এলো নতুন সুগন্ধি। যার নাম ‘ক্রিস্টিয়ানো রোনালদো লিগ্যাসি’।

নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বিজ্ঞাপনচিত্রের ভিডিও আপলোড করেন রোনালদো। সেখানে দেখা যায়, একজন নারীর আকর্ষণ কাড়তে তিনি গলায় সুগন্ধি স্প্রে করছেন।

এর আগে এ বছরের শুরুতে রোনালদো ‘সি আর সেভেন’ নামে আন্ডারওয়্যার উন্মোচন করেন। এবার প্রথমবারের মতো সুগন্ধিও বাজারে ছাড়লেন। তবে পারফিউমটি কেমন সুগন্ধ ছড়াবে তা উল্লেখ করা হয়নি।

এক ঘোষণায় রোনালদো বলেন, ‘ছোটবেলা থেকেই আমার এ ধরণের কিছু করার ইচ্ছা ছিল। সুগন্ধির মধ্যে নিজের নাম থাকায় আমি খুবই খুশি। যারা ক্রিস্টিয়ানোকে পছন্দ করে, তারা এটি ব্যবহার করে অন্তত আমরা উপস্থিতি অনুভব করবে।’

এদিকে, লা লিগায় রিয়ালের হয়ে দুই ম্যাচ খেলেও এখনো গোলের দেখা পাননি রোনালদো। তবে নতুন সুগন্ধির ঘ্রাণে গোলখরা কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনবারের বর্ষসেরা এ ফরোয়ার্ড। এসপানিওলের বিপক্ষে শনিবারের (১২ সেপ্টেম্বর) ম্যাচেই তার অপেক্ষার অবসান ঘটতে পারে