খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর শাঁখারিবাজার এলাকা থেকে বিভিন্ন প্রজাতির প্রায় চার মণ কচ্ছপ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে অভিযান শুরু হয়। সকাল নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।
বন পরিদর্শক অসীম মল্লিক বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এসব কচ্ছপ নিয়ে আসা হয়। পরে কেজি দরে বিক্রি হয়। প্রতি কেজির দাম প্রায় এক হাজার টাকা।
এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে অসীম মল্লিক বলেন, অভিযান চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।