খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
দলের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়তে রাজি হয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তবে এ জন্য বড় অংকের শর্তও জুড়ে দিয়েছেন তিনি। তার সোজাসাপ্টা কথা, ‘১০০ কোটি ইউরো হলেই রোনাল্ডোকে ছেড়ে দেবো।’
রোনাল্ডোকে দলে ভেড়াতে মাঝে মাঝেই কোনো না কোনো ক্লাব ইচ্ছে প্রকাশ করে থাকে। কিন্তু রোনাল্ডোর ব্যাপারে রিয়ালের সাথে কথা বলার সুযোগও পায় না ক্লাবগুলো। কারণ রোনাল্ডোর মত খেলোয়াড়কে টাকার বড় অংকের বিনিময়েও ছাড়তে রাজি নয় তার ক্লাব রিয়াল।
তবে অবশেষে রোনাল্ডোকে ছাড়তে রাজি হয়েছে রিয়াল। সাথে কত টাকার বিনিময়ে ছাড়তে রাজি, সেটাও নির্দিষ্ট করে দিয়েছে তারা।
রিয়াল ক্লাবের সভাপতি পেরেজ নিজেই জানিয়েছেন রোনাল্ডোকে ছাড়তে রাজি আছেন তিনি, ‘১০০ কোটি ইউরো দিয়ে যে কেউই রোনাল্ডোকে দলে নিতে পারে। এই অঙ্কের অর্থে যারা রাজি থাকবে কেবল তারাই আলোচনা করতে পারে। আশা করছি আলোচনাটা জমবে।’
রোনাল্ডোকে দলে ভেড়ানোর বিষয়ে সর্বশেষ আগ্রহ দেখিয়েছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এজন্য তারা ১৬ কোটি ইউরো দিতেও রাজি হয়েছিল। কিন্তু পিএসজির সেই প্রস্তাব আজ হাস্যকর অবস্থায় রূপ দিয়েছেন পেরেজ। তাতেই পেরেজের ইঙ্গিতটা স্পষ্ট- ‘রোনাল্ডো নট ফর সেল’।
৯ কোটি ৪০ লাখ ইউরোতে ২০০৯ সালে রোনাল্ডোকে রিয়ালে নিয়ে আসেন পেরেজ। এরপর দলের হয়ে শুধু গোলই করেছেন তিনি। রিয়ালকে স্বাদও দিয়েছেন অনেক ট্রফির। নিজেও পেয়েছেন ব্যালন ডি’অরের স্বাদ।
পেরেজের এমন ভাষ্যে উদ্বুদ্ধ হয়তো চলতি মৌসুমে আরও অনেক গোল করবেন রোনাল্ডো। তাতে হয়তো আগামী মৌসুমের পর রোনাল্ডোকে ছেড়ে দেওয়ার অংকটা আরও বাড়িয়ে দ্বিগুণও করে ফেলে পারেন ৬৮ বছর বয়সী পেরেজ।