Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
80জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই ছাত্রকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন।
শুক্রবার দুপুরে শৃঙ্খলা ভঙ্গের কারণে শেরে-বাংলা হল থেকে তাদের বহিষ্কার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।
৩১ আগস্ট জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক নয় ছাত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে তাদের আটক করা হয় বলে প্রশাসন ও ছাত্রলীগ সূত্র জানিয়েছে।
বহিষ্কৃতরা হলেন- হলের এক্সটেনশন-২ ভবনের মোহাম্মদ নুরউদ্দিন এবং ২০০৭ নং কক্ষের আবু বারাকাত মোহাম্মদ রফিকুল হাসান।
শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে শেরে-বাংলা হলের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত একটি নির্দেশনা সাটিয়ে দেয়া হয়। প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদ করিম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বহিষ্কৃতদের দ্রুততম সময়ের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
বুয়েট সূত্র জানায়, সকাল ৯টায় ৩১ আগস্ট আটক নয়জনের তথ্যানুযায়ী বহিষ্কৃত দুইজনের কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ বিভিন্ন জিহাদী বই ও ভিডিও পাওয়া যায়।
ছাত্র উপদেষ্টা জানান, বেশ কিছু প্রমাণের ভিত্তিতে তাদের হল থেকে সাময়িকভাবে বহিষ্কারের জন্য হলের সহকারী প্রভোস্টকে নির্দেশ দেয়া হয়েছিল।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক খালেদা ইকরাম দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।