খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ঘরে নতুন অতিথি এসেছে। আবার বাবা হয়েছেন বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি। মেসি-অ্যান্তোনেল্লা রোকুজ্জো দম্পতি দ্বিতীয় ছেলের জন্ম দিয়েছেন।
বার্সেলোনার সেরা তারকা মেসির দ্বিতীয় ছেলের নাম রাখা হয়েছে বেঞ্জামিন মেসি।
এর আগে ২০১২ সালে তাদের প্রথম ছেলে থিয়াগো মেসির জন্ম হয়।
স্ত্রী’র পাশে থাকতে মেসি বার্সার অনুশীলনে যোগ দেননি। তবে, আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন তিনি। এরপরই কাতালান ক্লাবটি থেকে ছুটি নেন ইউরোপ সেরা এ ফুটবলার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কাতালানদের অফিশিয়াল মেসির পুত্র সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।