Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
4আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহীর সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা বলেন, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী এ বছর কাউন্সিল অনুষ্ঠিত হবে। কেননা, ‘তিন বছরের’ মধ্যে রাজনৈতিক দলগুলোকে কাউন্সিল করতে হবে-কমিশনের এ নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের কাউন্সিল করতে হবে এ বছরই। ডিসেম্বরে তিন বছর শেষ হচ্ছে।

এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যের পরিধি বাড়ানো হবে কিনা- এমন কোনো সিদ্ধান্ত হয়নি। একাধিক নেতা বলেন, শিগগিরই ঢাকা মহনগর কমিটি হচ্ছে না। এ নিয়ে কোন আলোচনা হয়নি।

এছাড়াও, যেসব জেলায় এখনও দলের কাউন্সিল হয়নি, সেখানে এক মাসের মধ্যে কাউন্সিল করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ১০টি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি জেলায় জেলায় কাউন্সিল করার বিষয়টি তদারকি করবে।

অন্যদিকে কুমিল্লা জেলায় উদ্ভুত (দলীয় কোন্দল) পরিস্থিতি নিরসনে শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও আছেন কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গির কবির নানক।

বৈঠকে জাসদ বিতর্ক নিয়েও কথা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির দলগুলোর মাঝে ঐক্যে ফাটল ধরাতে পারে এমন কথা বলা ও কাজ করা যাবে না।