Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
24দীর্ঘদিন ধরে স্প্যানিশ ফুটবলে দুই পরাশক্তির লড়াই চলছিল। রিয়াল মাদ্রিদ অথবা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মধ্যেই ভাগাভাগি হতো লা লিগার শিরোপা। ২০১৩-১৪ মৌসুমে এই ‘চক্র’ ভেঙে দিয়েছিল আতলেতিকো মাদ্রিদ, রিয়াল-বার্সার আধিপত্য খর্ব করে জিতেছিল শিরোপা। গত মৌসুমে অবশ্য আবার পিছিয়ে পড়েছিল রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীরা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পাত্তা পায়নি ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

এবারের মৌসুমে আতলেতিকো দুই মৌসুম আগের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে কি না, তা দেখার জন্য উন্মুখ হয়ে আছে ফুটবলপ্রেমীরা। সত্যিই তারা সেটা করতে পারবে কি না, তার একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে শনিবার রাতে।

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আতলেতিকো স্বাগত জানাবে গত মৌসুমের ট্রেবলজয়ী বার্সেলোনাকে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ যাবে এসপানিয়ল সফরে।

প্রথম দুটি ম্যাচে জিতে এবারের লা লিগায় ভালো সূচনা করেছে বার্সা ও আতলেতিকো। শিরোপার আরেক দাবিদার রিয়াল মাদ্রিদের শুরুটা অবশ্য এত ভালো হয়নি। প্রথম দুই ম্যাচের মধ্যে রিয়াল জিতেছে একটি, ড্র করেছে অন্যটি।

২০১৩-১৪ মৌসুমে শিরোপা জিতলেও সেবার লা লিগায় বার্সাকে হারাতে পারেনি আতলেতিকো। দুটি ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল দুই দল। গত মৌসুমে শিরোপা জয়ের পথে বার্সেলোনা অবশ্য দুবারই হারিয়েছিল আতলেতিকোকে। এবারও বার্সা-আতলেতিকো ম্যাচের ফল বড় ভূমিকা রাখতে পারে শিরোপা লড়াইয়ে।

তারকাখচিত বার্সেলোনা অনেক দিক থেকেই এগিয়ে আছে আতলেতিকোর চেয়ে। যদিও এ মুহূর্তে চোট কাতালানদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শনিবার চোটের কারণে মাঠে নামতে পারবেন না ডিফেন্ডার দানি আলভেজ ও গোলরক্ষক ক্লদিও ব্রাভো। আরেক ডিফেন্ডার জেরার্ড পিকেকেও দর্শক হয়ে থাকতে হবে নিষেধাজ্ঞার কারণে। তবে আক্রমণভাগে দেখা যাবে ‘এমএসএন’-খ্যাত তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারকে। ব্রাভোর অনুপস্থিতিতে বার্সার জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের।

অন্যদিকে আতলেতিকো দলবদলের বাজারে বড় অঙ্কের টাকা ঢেলে বাড়িয়ে নিয়েছে শক্তিমত্তা। আঁতয়েন গ্রিজম্যান, ফার্নান্দো তোরেস, ডিয়েগো গদিনদের সঙ্গে যোগ দিয়েছেন কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্তিনেজ, ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে লুইজ। আর কোচ ডিয়েগো সিমিওনের ক্ষুরধার রণকৌশল তো থাকছেই। তাই ভিসেন্তে কালদেরনে বার্সা-আতলেতিকো জমজমাট লড়াইয়ের আশা করতেই পারেন ফুটবলপ্রেমীরা।