Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়ার হরভজন সিংয়ের শিগগিরই সাতপাকে বাঁধা পড়তে যাওয়ার খবরের সত্যতা মেলেনি।

গত আগস্ট মাসের শেষ সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হরভজনের বিয়ে নিয়ে প্রতিবেদনের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে এই তারকা খেলোয়ারের একটি ঘনিষ্ঠ সূত্র।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর দিল্লিতে হরভজন-গীতার বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে- সম্প্রতি আমরা এমন তথ্য পেয়েছিলাম। তবে হরভজনের এক ঘনিষ্ঠজন মুম্বাই মিররকে জানিয়েছেন ওই তথ্যের কোনো ভিত্তি নেই।

তিনি বলেছেন, হরভজনের পরিবার তার বিয়ে নিয়ে এখনও কোনো তারিখ কিংবা ভেন্যু নির্ধারণ করেনি। বিয়ের কার্ডও ছাপা হয়নি। নভেম্বরে তার ক্রিকেটের আরেকটি ইনিংস শুরু হচ্ছে। হরভজনের বিয়ে কবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।

গত আগস্টের শেষ সপ্তাহে হরভজনের বিয়ে নিয়ে সংবাদ প্রকাশ করে বেশ কয়েকটি গণমাধ্যম। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়ার হরভজন সিং। খুব শিগগিরই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি!

ওই প্রতিবেদনে বলা হয়, ৩৫ বছর বয়সী এই খেলোয়ার আসন্ন অক্টোবর মাসেই দীর্ঘদিনের প্রেমিকা বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

হিন্দুস্তান টাইসের ওই প্রতিবেদনে জানানো হয়, হরভজন সিংয়ের বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে উত্তর ভারতের কাপুরথালা জেলার ফাগুয়ারায় একটি হোটেল ২৯ অক্টোবর তাদের বিয়ের অনুষ্ঠান হবে। একটি অনুষ্ঠানের জন্য ওইদিন হোটেলটি বুকিং দেওয়া হয়েছে জানিয়ে এর বেশি কিছু বলতে রাজী হননি ওই হোটেলের এক কর্মকর্তা।

যুক্তরাজ্যে জন্ম নেওয়া বসরার সঙ্গে দীর্ঘ কয়েক বছরের প্রেমের সম্পর্ক হরভজনের। প্রেম নিয়ে এ জুটি অনেক বারই সংবাদের শিরোনাম হয়েছেন।