খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর খিলক্ষেত থেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার সকালে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে মোবাইল ফোনে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গতকাল শনিবার রাতে সাতজনকে আটক করা হয়। এ বিষয়ে বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।