Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

72খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
রাজশাহী: আসছে ঈদুল আজহায় কোরবানির পশু জবাই করতে রাজশাহী মহানগরীতে প্রতি ওয়ার্ডে পাঁচটি করে স্পট নির্ধারিত থাকবে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে। এ লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি জানিয়ে মাইকিংয়েরও উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, বিষয়টি নিয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) নগর ভবনে সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় রাজশাহী মহানগরীতে ঈদের দিন কোরবানির পশু জবাইয়ের স্থান সুনির্দিষ্টিকরণ ও বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ঈদে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে দেশের পৌর প্রতিষ্ঠানগুলোকে বিশেষ ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আলোচনা হয়। সেই অনুযায়ী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৫টি করে স্পট নির্ধারণের সিদ্ধান্ত হয়। স্পটগুলোতে সিটি করপোরেশন প্যান্ডেল স্থাপন, ব্যানার সংযোজন, পানির ব্যবস্থা করবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও সচেতনতা সৃষ্টির জন্য মাইকিংসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে। কার্যক্রমে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের সচিব ও কর্মচারীরা তৎপর থাকবেন বলে জানান তিনি। এদিকে, ঈদের দিন দ্রুত বর্জ্য অপসরণে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা, বর্জ্য ফেলে সার্বিক কাজে সিটি করপোরেশনের পচ্ছিন্নতা কর্মীদের সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আজীম। ‍ কোনো ধরণের সমস্যা হলে ওয়ার্ড সচিবকে জানানোর পরামর্শ দেন তিনি।