Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

77খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে চলমান জটিলতা শিগগিরই দূর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার বিকেলে সচিবালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা অল্প সময়ের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট নিয়ে সৃষ্ট সমস্যার সম্মানজনক সমাধানে পৌঁছাতে পারব বলে আশা করছি। আমরা এ বিষয়ে রিজিড (অনড়) নই। গত ছয় বছরে আমরা অনেক বিষয়ে রিভিউ করেছি। এটিও হবে।’ অর্থমন্ত্রীর এ বক্তব্যকে সমর্থন করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিগগির এর সমাধান হয়ে যাবে।’