Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
Prees-Clubঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দৈনিক আলোরকন্ঠ পত্রিকার বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা আদালত খারিজ করে দিয়েছে।

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত কুমার সাহা এ আদেশ দেন।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক (দৈনিক উত্তরা), রহিম উল আলম খোকন (বাংলা বাজার), নার্গিস চৌধুরী (দেশ বাংলা), আঞ্জুমান আরা বন্যা (আমাদের সময়), মোঃ মাসুদ বিপ্লব (ডেসটিনি) নামে ৫ ব্যক্তি সাংবাদিকতার সঙ্গে জড়িত না থেকে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে অপসাংবাদিকতায় জড়িত থাকায় এবং ২/১ জন ২ বছরের অধিককাল পর্যন্ত ওই পেশায় নিষ্ক্রীয় থাকায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তাদের কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

কিন্তু উল্লেখিত ব্যক্তিরা সাংবাদিকতায় জড়িত থাকার উপযুক্ত প্রমাণসহ সন্তোষজনক জবাব দাখিলে ব্যর্থ হওয়ায় নির্বাহী কমিটির সভায় তাদের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়।

এ বিষয়ে গত ০৬/১২/২০১৪ তারিখের দৈনিক আলোরকন্ঠ পত্রিকায় ‘৫ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্যপদ বাতিল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বহিস্কৃত সাংবাদিক এনামুল হক বাদী হয়ে গত বছরের শেষের দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ¬ব, দৈনিক আলোরকণ্ঠ পত্রিকার সম্পাদক রবিউল আলম রুবেল এবং ভারপ্রাপ্ত সম্পদক ফজলে ইমাম বুলবুল সহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আজ রোববার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত কুমার সাহার আদালতে ওই মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। চার্জ গঠনের জন্য উভয় পক্ষের আইনজীবিগণ দীর্ঘ শুনানিতে অংশ নেয় এবং আসামী পক্ষের আইনজীবিগণ আদালতে উপস্থাপন করেন যে, যেহেতু প্রকাশিত সংবাদটি মিথ্যা নয় সেহেতু মানহানির এ মামলাটি চলতে পারেনা। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক বাদীর অভিযোগ খারিজ করে দেন এবং আসামীদের মামলার দায় হতে অব্যাহতি প্রদানের আদেশ দেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. শাহ মখদুম মৃদুল। আসামী পক্ষে মামলার শুনানীতে অংশ নেন এড. আলতাফুর রহমান খাঁন, এড. মমতাজুর রহমান বিপুল, এড. আ. হালিম, এ্ড. মজিবর রহমান, এড. ইমরান আলী, এড. আনিসুজজ্জামান মিলন ও এড. জাহিদ ইকবাল।