খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
দেশের উ”চ আদালত ও নিু আদালতে জমে গেছে ৩০ লাখের বেশি মামলা। এ মামলাগুলো নিষ্পত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি হাতে নিতে বলেছে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু এবং সফুরা বেগম অংশগ্রহণ করেন। বৈঠকে মামলার জট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক প্র¯‘তকৃত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়। বিচার বিভাগ পৃথকীকরণের পর ২০০৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল প্রায় ১৯ লাখ। ২০১১ সালের শেষে এ সংখ্যা দাঁড়ায় ২১ লাখ ৩২ হাজার ৪৬টিতে। ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত মামলা ছিল প্রায় ২৪ লাখের কাছাকাছি। ২০১৩ সালের ডিসেম্বরে তা এসে দাঁড়িয়েছে প্রায় ২৮ লাখে। দেশের আদালতগুলোতে বর্তমানে ৩০ লাখ ৭ হাজার ৮৬০টি মামলা বিচারাধীন রয়েছে। মামলাজটের এ পরিসংখ্যান অনুযায়ী, নিম্ন আদালতের একজন বিচারকের জন্য জমে আছে প্রায় এক হাজার ৪০০ মামলা। আর উ”চ আদালতে হাইকোর্ট বিভাগে বিচারকপ্রতি তিন হাজার ২০০ মামলা আছে নিষ্পত্তির অপেক্ষায়। বৈঠকে জানানো হয়, বিচার কাজের আধুনিক প্রযুক্তির ব্যবহার তথা বিচার ব্যবস্থাকে ডিজিটাইজেশন করার লক্ষ্যে ইতোমধ্যে ‘জাস্ট’ নামের একটি প্রকল্পের আওতায় জেলাসমূহে আদালতের দৈনন্দিন কার্য তালিকা প্রতিদিন অন-লাইনে আপগ্রেড করা হচ্ছে। অন্যান্য জেলাগুলোতেও একই পদ্ধতি গ্রহণ করার বিষয়টি বিবেচনাধীন আছে। এর ফলে সহজে ও সুলভে দ্রুত বিচার প্রাপ্তির প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। এছাড়াও বৈঠকে সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল ২০১৫, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০১৫ এবং বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৫ এর উপরও আলোচনা হয়। বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।