খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎরত অবস্থায় মারা গেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
সোমবার সকাল ৯টায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন তার ভাই মুস্তাক আলী।
এর আগে অসুস্থ সমাজকল্যাণ মন্ত্রীকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে লাইফ সাপোর্টে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হন মন্ত্রী। অসুস্থ হওয়ার আগে সিলেটের হবিগঞ্জে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।