খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হতে পারে। এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে চিন্তাভাবনা চলছে বলে উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, মন্ত্রিসভার আজকের বৈঠকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে সরকারের শীর্ষ পর্যায়ে ভ্যাট প্রত্যাহার নিয়ে চিন্তাভাবনা চলছে।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন।