খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে শিক্ষায় আরোপিত ভ্যাট প্রত্যাহার করলো মন্ত্রিসভা। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির ৬ষ্ট দিনের মতো যখন রাজধানীসহ সারাদেশে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তখনই সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভ্যাট প্রত্যাহরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একজন জ্যেষ্ঠ মন্ত্রী একথা জানিয়েছেন। আর কিছুক্ষণ পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে তিনি জানান।
ওই জ্যেষ্ঠ মন্ত্রী জানান, আজকের সভায় কয়েকজন মন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ ও চলমান আন্দোলনের বিষয়টি তোলেন। পরে প্রধানমন্ত্রী ভ্যাট প্রত্যাহার করার পক্ষে মত দেন।
মন্ত্রিপরিষদ সূত্র জানায়, ভ্যাট প্রত্যাহারের বিষয় নিয়ে দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। সেখানেও এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।