খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫ তোফাজ্জল হোসেন নরসিংদী সংবাদদাতা:
রিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করেছে পাষন্ড প্রেমিক ও পলাশে নাসরিন আক্তার (২৭) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে সদর উপজেলার ভেলানগরে ও পলাশ উপজেলার টেঙ্গরপাড়া গ্রামে এ পৃথক হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত রিয়া আক্তার ভেলানগর মহল্লার রিয়াজুল খন্দকারের মেয়ে ও শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
নিহতের মা ও স্থানীয় এক শিক্ষক জানান, গত ২ বছর যাবত নিহত রিয়া আক্তারের বাসায় ভাড়া থেকে লেখাপড়া করতো নরসিংদী ল’ কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন। এরই মধ্যে একাধিকবার রিয়াকে বিয়ের প্রস্তাব দেয় আলমগীর। রিয়া আক্তার প্রাপ্ত বয়স্ক না হওয়ায় বিয়েতে রাজি ছিল না তার পরিবার। লেখাপড়া শেষে রিয়া ও আলমগীরের মধ্যে বিবাহ দিতে ইচ্ছা প্রকাশ করে রিয়ার পরিবার।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রতিবেশী জানায়, ইতোমধ্যে তাদের মধ্যে মন দেয়া নেয়া চলে। রবিবার রাতেরকোন একসময় রিয়ার ঘরে প্রবেশ করে প্রেমিক আলমগীর। রাতভর ঘরে থেকে তাকে ধর্ষন ও পরে গলা টিপে হত্যা করে রিয়ার মায়ের সামনে দিয়েই পালিয়ে যায় আলমগীর। দ্রুত আলমগীরকে চলে যেতে দেখে রিয়ার মায়ের সন্দেহ হয়। পরে মেয়ের ঘরে গিয়ে দেখে রিয়া নিস্তেজ হয়ে পড়ে আছে। এমতাবস্থায় রিয়া আক্তারকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ জানায় রিয়ার গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ।
সদর মডেল থানার ওসি কে এম আবুল কাশেম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে হত্যার ধরন সম্পর্কে বলা যাবে। ঘটনার পর থেকে আলমগীর বাড়ী থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। ঘাতক আলমগীর হোসেনের বাড়ী মনোহরদী উপজেলায়।