খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, কিন্তু যতোই ষড়যন্ত্র এবং বিদেশি প্রভুদের কাছে ধরনা দিক না কেনো কোনো লাভ হবে না। সোমবার ঢাকা মেডিকেল কলেজে স্বাধীনতা নার্সেস পরিষদের এক আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য। হানিফ বলেন, লন্ডনে ওনার (খালেদা জিয়ার) কুপুত্র রয়েছেন, যার কাজ ওখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস ও বিতর্কিত করা। সেই ষড়যন্ত্রকারীর কাছেই খালেদা জিয়া যাচ্ছেন। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ওনি (খালেদা জিয়া) ভেবেছেন ঢাকায় বসে ষড়যন্ত্র করে খুব একটা সফলতা হয়নি, লন্ডন গিয়ে ষড়যন্ত্র করে মা-ছেলে মিলে এই সরকারকে একটা বিপদে ফেলা যাবে! বিএনপির প্রতি হুঁশিয়ারি উ”চারণ করে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বাঙালি জাতি আর ভুল করতে রাজি নয়, বাঙালি জাতি একাত্তরের চেতনায় আজ ঐক্যবদ্ধ। একাত্তরের পরাজিত শক্তির এজেন্ডা আপনাকে বাস্তবায়ন করার সুযোগ বাঙালি জাতি দেবে না। খালেদা জিয়ার উদ্দেশ্যে হানিফ বলেন, যতই ষড়যন্ত্র করেন না কেন, এ ষড়যন্ত্র বাংলাদেশে কীভাবে প্রতিহত করতে হয়, ষড়যন্ত্রের বিষদাঁত কীভাবে উৎপাটন করতে হয়, সেটা আমরা জানি, বাঙালি জাতি জানে। সময় হলে দেখবেন আপনার (খালেদা জিয়া) ষড়যন্ত্র কোথায় যায়।