খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। গত রোববার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদমাধ্যমকে জানান, অনেক দিন পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সফরটি তাঁর একান্তই ব্যক্তিগত। জানা গেছে, এবারের সফর ব্যক্তিগত হলেও ব্রিটেনের ক্ষমতাসীন ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে বিএনপির চেয়ারপারসনের। বিশেষ করে, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, পররাষ্ট্র দপ্তরের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসা নিতে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। এর পর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে ভিসার মেয়াদ শেষ হলেও রাজনৈতিক আশ্রয় নিয়ে পরিবারসহ সেখানেই রয়েছেন তিনি। তবে বিভিন্ন সময়ে যুক্তরাজ্য বিএনপির নানা অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সমালোচিতও হয়েছেন কয়েকবার। এছাড়া গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর।