খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
নাশকতার পাঁচ মামলায় সাংবাদিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শওকত মাহমুদকে মঙ্গলবার আদালতে হাজির করে মুগদা থানার তিন মামলা ও খিলগাঁওয়ের দুই মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. ইউনুস খান তার জামিন নামঞ্জুর করেন। চলতি বছর হরতাল-অবরোধ চলাকালে মামলাগুলো করা হয়। রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে ১৮ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।