খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫ ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি জাল নোট শনাক্ত করতে পশুর হাটের আশপাশে ৪৫০টি মেশিন বসানো হবে।
বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা সাংবাদিকদের এসব তথ্য জানান।
নাজনীন সুলতানা বলেন, আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ব্যাংকের সব অফিস এবং কয়েকটি বেসরকারি ব্যাংকের শাখা অফিস থেকে নতুন টাকা পাওয়া যাবে।