Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
70বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৬ ও ৭ নভেম্বর ‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’ শীর্ষক ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজক বিজ্ঞাপনী সংস্থা উইন্ডমিল ইনিশিয়েটিভ। মেলা উপলক্ষে বিশেষ ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করেছে আয়োজকেরা। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ডিজাইনারদের খুঁজে বের করা হবে। সেরা ডিজাইনার পাবেন নগদ ৩ লাখ টাকা পুরস্কার। এ ছাড়া ১৭টি বিভাগের সেরা ডিজাইনাররা ‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন। বিস্তারিত জানা যাবে হোমফেস্ট ঢাকার ওয়েবসাইটে। উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম বলেন, আমাদের মেধা ও সম্পদ রয়েছে। সমন্বয়ের মাধ্যমে সবাইকে এক সঙ্গে নিয়ে নতুন সৃজনশীল কাজ করতে চাই। এটিই ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার উদ্দেশ্য। ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজনীয় বিভিন্ন অনুষঙ্গ খুঁজে পেতে আমাদের বিভিন্ন স্থানে যেতে হয়। তাই সবাইকে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসার জন্যই আমাদের এই আয়োজন। ‘হোম ফেস্ট ঢাকা ২০১৫ ‘-এ ৩টি বিভাগে ১৭টি মডেল রুম প্রদর্শন করা হবে। যা ইন্টেরিয়র ডিজাইনের নানা উপাদান দিয়ে সাজানো থাকবে। আয়োজনের সঙ্গে থাকছে ব্র্যাক ব্যাংক, আড়ং, এসএসজিসহ অন্যান্য ব্র্যান্ড। হোম ফেস্টে এ ব্র্যান্ডগুলোর স্টল থাকবে।