Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
13সবাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট নুরুল হক মজুমদার (৭৬) মারা গেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে বলে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডি ইবনে সিনা মেডিকেল হাসপাতাল থেকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, ১৩ সেপ্টেম্বর সকালে ধানমন্ডির রাস্তায় হাঁটার সময় ভিমরুলের কামড়ে গুরুতর আহত হলে তাকে ইবনে সিনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাকে ইবনে সিনা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। মৃত্যুর সময় তিনি দুই ছেলে, স্ত্রী ও অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।