খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, দিল্লি বিধানসভা ভোটে হেরে এখন যেকোন মূল্যে বিহার নির্বাচনে জয় চাইছেন মোদি। তবে তিনি সফল হবেন না। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
পাঁচ দফার বিহার বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ১২ অক্টোবর। নির্বাচনে মোদি, নীতীশই দুই যুযুধান শিবিরের মুখ হয়ে উঠেছেন।
নীতীশ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও ‘ব্যক্তিগত সংঘাত’ নেই তাঁর। কিন্তু যে ভাষায় তিনি কথা বলছেন, তা আমাদের চমকে দিয়েছে। প্রধানমন্ত্রীর মতো উ”চ সাংবিধানিক পদে থাকা একজনের মুখে তা মানায় না। মোদির প্রতি ইঙ্গিত করে নীতীশ বলেন, শুধু ওনার কথা বলার ধরনটা খেয়াল করুন, ভাষণটা শুনুন। দিল্লির ভোটে বিজেপির বিরাট ধাক্কা খাওয়াটা হজম করতে পারেননি উনি।
সেইসঙ্গে নীতীশ বলেন, অবশ্য এমন একটি লোক, যাঁর স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যোগসূত্রের কোনও অতীত নেই, তাঁর কাছে এছাড়া আর কী-ই বা প্রত্যাশা করা যায়?
নীতীশ উল্লেখ করেন, এমন একটি দল কেন্দ্রে ক্ষমতায় এসেছে যার মূল চালিকাশক্তি আরএসএসের সঙ্গে এ দেশের স্বাধীনতা সংগ্রামের কোনও সংশ্রবই ছিল না। কেন্দ্রের শাসক হওয়ার পর রাজ্যে রাজ্যেও ক্ষমতা পাওয়ার ‘লোভ’ বিজেপিকে পেয়ে বসেছে বলে মন্তব্য করেছেন নীতীশ।
যদিও তিনি এও বলেছেন যে, আগে কংগ্রেসেরও একই মানসিকতা ছিল, তবে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে ধাক্কা খেয়ে তারা পিছু হটে। সূত্র: টাইসম অব ইন্ডিয়া