Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
19মাঠে নামার আগে বাংলাদেশের নতুন কোচ ইতালিয়ান ফ্যাবিও লোপেজ মামুনুলদের নিয়ে কাগজে-কলমে ক্লাস নিয়েছেন। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে কিরগিজস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতি শুরুর জন্য মঙ্গলবার ছিল জাতীয় দলের ফুটবলাদের রিপোর্টিং। প্রথম দিনটিই লোপেজ পার করেছেন তাত্ত্বিক ক্লাস নিয়ে। নিরেট ছাত্রদের মতো মামুনুলদের তার পাঠশালায় দীক্ষা দিয়েছেন ইতালিয়ান কোচ।
ফুটবলারদের জন্য সবচেয়ে অনিবার্য জয়ের মানসিকতা; সেই কথাই নানা পন্থায় বোঝানোর চেষ্টা করেছেন লোপেজ। ৪২ বছর বয়সী এ ইতালিয়ান শিষ্যদের নিয়ে বৃহস্পতিবার থেকেই মাঠে নেমে পড়বেন।
আগামী ১৩ অক্টোবর কিরগিজস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ বিদেশের মাটিতে। ওই ম্যাচের জন্য প্রাথমিকভাবে ৪১ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার ৩৬ জন রিপোর্ট করেছেন।
রিপোর্ট করেননি জামাল ভূঁইয়া, ইয়াসিন খান, শাহেদুল আলম শাহেদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস এবং রুম্মন হোসেন। এর মধ্যে জামাল ভূঁইয়া ও রুম্মন হোসেন দেশের বাইরে। হেমন্ত ভিনসেন্ট ইনজুরিতে। গ্রামের বাড়িতে ইয়াসিন খান। শাহেদুল আলম শাহেদ কোথায় তা নিশ্চিত হতে পারেনি ন্যাশনাল টিমস কমিটি।
ফ্যাবিও লোপেজ প্রথম দফায় ৪১ জনকে নিয়েই ঢাকায় ৫ দিন কাজ করবেন। সেখান থেকে দল একটু কাটছাঁট করে বিকেএসপি নিয়ে যাবেন ২০ সেপ্টেম্বর। শেষমেশ চূড়ান্ত করবেন ২৩ জনের দল। বাংলাদেশ ফুটবল দলের কিরগিজস্তান রওনা হওয়ার কথা রয়েছে ৯ অক্টোবর। বুধবার ঢাকায় আসছেন আরও দুই ইতালিয়ান সহকারী কোচ কস্তানতিনো জুকারিনি এবং ফিটনেস কোচ এ্যাঞ্জেলো পাভিয়া।
বাংলাদেশ অধিনায়ক প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, ‘এককথায় কোচ আমাদের বলেছেন ফুটবলে সবই সম্ভব। তিনি যেভাবে কথা বলেছেন তাতে করে তার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে বলে মনে হয় না। তার কথা, যে মাঠে পারফর্ম করতে পারবে না তাকে সুযোগ দেবেন না। দলের ৪১ জনই তার কাছে সমান। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ এবং রেজাল্ট। দলের সবার সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন কোচ। বন্ধুর মতো কে কী করে তাও জানতে চেয়েছেন। ব্যক্তিগত বিষয় যার যাই থাকুক, মাঠে পারফর্ম করতে হবে। মনে হচ্ছে, খেলোয়াড়দের ফিটনেস নিয়েই বেশি কাজ করবেন তিনি।’
দীর্ঘদিন ক্রুইফের সঙ্গে; হঠাৎই নতুন কোচ। খেলোয়াড়দের ওপর এতে করে মানসিক কোনো চাপ পড়বে কি-না, এ ব্যাপারে মামুনুল বলেছেন, ‘আমরা বাঙালী জাতি খুবই আবেগপ্রবণ। যার সঙ্গে দীর্ঘ সময় থাকি, তাকে কিছুটা হলেও মিস করি। ক্রুইফকেও মিস করব। তার থেকে অনেক কিছু শিখেছি। তবে মনে হয়, নতুন কোচের থেকেও অনেক কিছু শেখার রয়েছে।’