খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাশারকে ‘সামরিক-কারিগরি সহায়তা’ প্রদানে রাশিয়ার সঙ্গে যোগ দিতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সিরীয় সরকারকে রাশিয়া সহযোগিতা না করলে ইউরোপে শরণার্থীদের ঢল আরও ‘বড়’ হতে পারত বলেও মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বাশার আল-আসাদের বিরোধিতা করে আসছে। আসাদকে সমর্থন দিলে তা দেশটিতে চলমান সংঘাতকে দীর্ঘায়িত করবে বলে যুক্তি দেখাচ্ছেন তারা। কিন্তু ২০১১ সালে আরব বসন্তের তোড়ে সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের দাবিতে বিক্ষোভের এক পর্যায় সশস্ত্র সংগ্রামের শুরু থেকে তাকে সমর্থন জানিয়ে আসছে মস্কো। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ায় সামরিক সরঞ্জাম পাঠানোর কথা জানিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার টেলিফোনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। সিরিয়ার বিষয় নিয়ে কেরি আলোচনা করেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। কেরি ও লাভরভের মধ্যে কথোপকথনের বিস্তারিত জানাননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে একটি সম্মিলিত ফ্রন্ট গঠনের উপর জোর দিয়েছেন লাভরভ।