খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
জাতীয় প্রয়োজনে বিমানের চার্জ ও ফি মওকুফের বিধান রেখে ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৫’-এর খসড়া প্রস্তুত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আইনের খসড়ায় বিমানের জন্য জনশক্তি উন্নয়ন ও বিমান চলাচলের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের উদ্দেশ্যে এভিয়েশন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা ও পরিচালনা করার কথা বলা হয়েছে। সম্প্রতি, আন্তঃমন্ত্রণালয় সভা করে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত ও সুপারিশ নিয়ে আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব (সিভিল এভিয়েশন-১ অধিশাখা) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, একটি সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি দুর্যোগে দ্রুত সাড়া দিতে রেসকিউ টিম এবং সরঞ্জামাদি বহনকারী বিমানের সব ধরনের চার্জ ও ফি মওকুফের প্রস্তাব করা হয়েছে। আইনের খসড়ায় এ বিষয়ে একটি নতুন উপধারা এবং একই সঙ্গে বিমান ওঠানামার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের বিষয়ে আরেকটি উপধারা সংযোজনের প্রস্তাব করা হয়।