খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন আগামী ২৮ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে। তবে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী মাঠে নেমেছেন। আওয়ামী লীগ ছাড়াও নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। এদিকে বৃহস্পতিবার বিকেল ৫ টায় গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আসবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, ‘আওয়ামী লীগ একটি বিধিবদ্ধ রাজনৈতিক প্রতিষ্ঠান। তাই প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেবে তা সংসদীয় বোর্ডে সিদ্ধান্ত নেয়া হবে’
সভা সম্পর্কে তিনি বলেন, যতটুকু বুঝছি বা জানছি-এতে বলতে পারি সভায় সিদ্ধাস্ত কত তারিখে নমিনেশনের ফরম বিক্রি করবে ও নেবে, বৈঠক করবে এবং ইন্টারভিউ করবে।
জানা গেছে, সংসদে লতিফ সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে ইস্তফা ও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর থেকেই আওয়ামী লীগের একাধিক নেতা এমপি প্রার্থী হিসেবে স্বপ্ন দেখতে শুরু করেছেন।
এদিকে টাঙ্গাইল-৪ আসনের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা কৌশলে প্রচার-প্রচারণ চালাচ্ছেন। এরমধ্যে কিছু নতুন মুখও রয়েছেন। এ আসনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে দলীয় মনোনয়ন পেতে চাইছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম ঠান্ডু, দলের কেন্দ্রীয় নেতা আবু নাসের, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইল জেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি কুদরত-ই-এলাহি খান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ইব্রাহীম হোসেন খানের স্ত্রী অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন ইব্রাহীম। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ব্যবসায়ী আব্দুল আলীম।
তবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দলের সংসদীয় বোর্ডের সভায় নির্বাচনে প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে । তবে আমরা যাদের কাছের মানুষ মনে করি তাদেরই প্রার্থী হিসেবে চাইছি। এক্ষেত্রে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম ঠান্ডু, দলের কেন্দ্রীয় নেতা আবু নাসের এবং টাঙ্গাইল জেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি কুদরত-ই-এলাহি খান কে প্রার্থী হিসেবে চাইছি। কারণ তারা আওয়ামী লীগেরপ্রতি অনুগত ও বিশ্বস্থ।
এদিকে আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম এ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল রহমান ফারুক বলেন, সংসদীয় বোর্ডের সভায় প্রার্থীর নাম নীতিগতভাবে চূড়ান্তক হতে পারে। তবে যাকেই দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করবো।