খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পর্যায়ক্রমে দেশের এক হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এতে যানজট থেকে রেহাই মিলবে। আজ বৃহ্স্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় বাই লেন উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, চলতি মাসের শেষের দিকে এলেঙ্গা-গাজীপুর মহাসড়কের চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে। এ ছাড়া ডিসেম্বর থেকে জয়দেবপুর-ঢাকা র্যাপিড ট্রানজিট রোড নির্মাণের কাজ শুরু হবে। মন্ত্রী জানান, কোরবানির ঈদে মহাসড়কের পাশে গরুর হাট বসতে না দেওয়ার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটপ্রবণ এলাকা চন্দ্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ এ বাই লেন নির্মাণ করা হয়েছে। উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমদ, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রাহেনুল ইসলামসহ সড়ক বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা।