খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
বয়স হয়েছে ৭৫। স্মৃতি হারাচ্ছেন তিনি। সময়ের সাথে চলতে পারছেন না জগমোহন ডালমিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট তিনি। কিন্তু শারীরিক অবস্থা ভালো না। তার ওপর এই স্মৃতি হারানোর রোগ তাকে আরো কাবু করে তুলেছে। কার্যকর বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে তাই তার ভবিষ্যত দেখছেন না তারই বোর্ডের অনেকে। বিসিসিআইয়ের একটি কাছের সূত্র জানাচ্ছে, ডালমিয়া আসলে ঠিক মতো জানেনই না বোর্ডে কি হচ্ছে। অথচ তিনিই প্রেসিডেন্ট। সর্বময় ক্ষমতার অধিকারী। সূত্রটি বলেছে, “কিছুই মনে রাখতে পারছেন না বলে তিনি জানেন না কি হচ্ছে না হচ্ছে। কার্যকর একজন প্রেসিডেন্ট ছাড়া বোর্ড চালানো কল্পনা করা যায় না। আমাদের অনুভূতি আছে তার জন্য। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। তার ছেলে অভিষেক বোর্ড চালাচ্ছে। দুঃখের বিষয় হলো বাবা জানেই না ছেলে কি করছে। তার পদত্যাগ করার সময় এসে গেছে। আসলে তাকে সরে যেতে হবে। এখন তা কয়েক মাসের ব্যাপার মাত্র। বিসিসিআই হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। ডালমিয়ার বিপক্ষে বিসিসিআইয়ের চার ভাগের তিনভাগ ভোট পড়লেই সরে যেতে হবে তাকে। তবে তার জন্য বিশেষ সভা ডাকতে হবে। কিন্তু বিষয়টা সম্ভবত অতো দূর যাবে না। তার আগেই ডালমিয়াকে সরে যেতে হতে পারে। এমনটাই জানানো হচ্ছে বোর্ডের ভেতর থেকে। ডালমিয়া এখন অ্যালোপেথি ওষুধে ভরসা করতে পারছেন না। হোমিওপেথির চিকিৎসা নিচ্ছেন। তার মূল সমস্যাটা ইলেক্ট্রোলিট ইমব্যালান্স। এর কারণেই স্মৃতি হারাচ্ছেন। চিকিৎসকরা অবশ্য বলছেন বয়স্ক মানুষের এমনটা ঘটতেই পারে। এটার চিকিৎসা আছে।