Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
69২০০৩ সালে ইঙ্গোমার্কিন বাহিনীর ইরাক আগ্রাসনের ফলেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস সৃষ্টি হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া এ সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। এ বুধবার রাশিয়ার ‘রোসিয়া সেগোদনিয়া’ বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। মার্কিন আগ্রাসনে ইরাকে আইএসআইএল হৃষ্টপুষ্ট হয়েছে। কাজেই এ গোষ্ঠীর উত্থানের দায় আমেরিকাকেই নিতে হবে। সিরিয়া ও ইরাকে তৎপর আইএস জঙ্গি বিরোধী কথিত আন্তর্জাতিক জোটের সমালোচনা করে তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন এ জোট জাতিসংঘের ম্যান্ডেট ছাড়াই গঠিত হয়েছে। এ ছাড়া, সিরিয়া সরকারের মতো আইএস দমনে জড়িত বড় কিছু পক্ষকে বাদ রেখে এ জোট গঠিত হওয়ায় এর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আইএস সন্ত্রাসবাদ দমনে আরো বৃহত্তর জোট গঠনের আহ্বান জানানোর একদিন পর ভিতালি চুরকিন এ মন্তব্য করলেন। তাজিকিস্তানের রাজধানী দুশাম্বেতে মঙ্গলবার এক নিরাপত্তা সম্মেলনে পুতিন বলেছিলেন, অনতিবিলম্বে উগ্রবাদ দমনে বৃহত্তর জোট গঠন এবং যেসব পক্ষ বর্তমানে সন্ত্রাস বিরোধী যুদ্ধ করে যাচ্ছে তাদের সবাইকে ওই জোটে আনতে হবে। এ ছাড়া, বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইএসআইএল’র বিরুদ্ধে গঠিত মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা এ সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।