Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
70ভারতে বেড়াতে এসে আবারও যুক্তরাষ্ট্রের এক নারী গণধর্ষণের শিকার হয়েছে । গত ১৪ সেপ্টেম্বর ভারতের ধর্মশালায় এ ঘটনা ঘটে বলে ওই নারী জানান। বুধবার এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, ‘গত ১৪ সেপ্টেম্বর ধর্মশালার একটি দোকানে কেনা কাটার জন্য যাচ্ছিলেন। এসময় দুই অজ্ঞাত ব্যক্তি পেছন থেকে তাকে আক্রমণ করে। এতে সে অচেতন হয়ে পড়লে নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে ওই দুই ধর্ষক। ধর্ষিতা ওই নারী আরও জানান, সে এক সপ্তাহ পূর্বে ক্যালিফোর্নিয়া থেকে ভারতে আসেন। ধর্মশালায় আসার আগে তিনি ভারতের কুল্লু এবং মানালিও ভ্রমণ করেন। এ ঘটনায় গত বুধবার ভারতীয় দ-বিধির ৩৭৬ ধারায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন ওই নারী। ঘটনার তদন্তে ডিএসপি রেনু শারমার নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেনু শারমা জানান, ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে আমরা কাজ করছি।