খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
ওয়ানডে সিরিজ জয়ের আশা নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ম্যাচেই ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে জাতীয় দলের খেলোয়াড়সমৃদ্ধ অতিথিরা। সেই হারের দুঃখ বুকে চেপে দ্বিতীয় ওয়ানডেতে আবার ভারত ‘এ’ দলের মুখোমুখি হতে যাচ্ছেন মুমিনুল-নাসিররা। শুক্রবার দ্বিতীয় ম্যাচের ভেন্যুও বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। বুধবার প্রথম ম্যাচ চলার সময় একটা দুঃসংবাদ পেয়েছে ‘এ’ দল। চোটের কারণে পেসার তাসকিন আহমেদের ভারত সফর শেষ। শরীরের বাঁদিকের পেশিতে টান পড়ায় প্রথম ওয়ানডেতে মাত্র পাঁচ ওভার বল করার পর সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের ১৫ জনের মধ্যে ১৩ জনই জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ। এই দলে টেস্ট খেলোয়াড়ের সংখ্যা ১০ জন। এদের নৈপুণ্যেই ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে মাশরাফির দল। অথচ প্রথম ওয়ানডেতে ‘এ’ দল একদমই লড়াই করতে পারেনি। স্বাগতিকদের রানের নিচে চাপা পড়ে হেরে গেছে বড় ব্যবধানে। তবে অন্যদের ব্যর্থতার মধ্যে ব্যতিক্রম ছিলেন লিটন দাস ও নাসির হোসেন। লিটন ৭৫ রানের দারুণ ইনিংস খেলেছেন। দুই উইকেট নেওয়ার পর ৫২ রানের ভালো ইনিংস এসেছে সহ-অধিনায়ক নাসিরের ব্যাট থেকে। অধিনায়ক মুমিনুল হকসহ অন্য ব্যাটসম্যানরা অবশ্য ব্যর্থ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ‘এ’ দলকে তাই সেরা ক্রিকেটই খেলতে হবে। সেটা কি পারবে তারা