খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে প্রেমিক-প্রেমিকার গলায় ফাঁস নেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম- হৃদয় (২২) ও নিরা (২০)। তারা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোক্তাকিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। দুই পরিবারের সদস্যরা প্রেমের বিষয়টি মেনে না নেওয়ায় তারা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।