খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
মরিনহো আর বিতর্ক যেন একই বৃন্তে গাঁথা দুটি ফুল। কোচ হিসেবে বিশ্বব্যাপি সুনাম কামালেও বেফাঁস মন্তব্যের জন্য তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। সর্বশেষ চেলসি ডাক্তার ইভা কারনেইরোকে নিয়ে অশ্লীল মন্তব্য করে নতুন বির্তকের জন্ম দিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ওই ম্যাচের শেষ সময়ে চোট পাওয়ায় ইডেন হ্যাজার্ডকে চিকিৎসার জন্য দৌড়ে মাঠে ছুটে যান চেলসির প্রধান টিম ডাক্তার ইভা কারনেইরো। আর মাঠে গিয়ে সময় নষ্ট করার জন্য এই মহিলা ডাক্তারকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন ব্লুজ কোচ হোসে মরিনহো। আর এ জন্যই পর্তুগিজ কোচ পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন বলে জানিয়েছে ইংলিশ গনমাধ্যমগুলো। বর্তমান লিগ চ্যাম্পিয়ন হলেও চলতি মৌসুমের শুরুটি একেবারেই ভালো হয়নি চেলসির। লিগ ম্যাচে পয়েন্ট খুইয়ে বর্তমানে টেবিলের ১৭তম অবস্থানে রয়েছে দলটি। দলের এমন বাজে পারফরম্যান্সের সঙ্গে এবার শাস্তির খড়গ নেমে আসতে পারে মরিনহোর উপর। কারনেইরো সম্পর্কে মরিনহো যে মন্তব্য করেছেন, তা মেনে নিতে পারছেন না অনেক চিকিৎসকই। ইংলিশ প্রিমিয়ার লিগের চিকিৎসকদের সংগঠন এক বিবৃতিতে চেলসি কোচের তীব্র নিন্দা জানিয়েছে, ‘নজিরবিহীনভাবে ডাক্তার কারনেইরোর গণমাধ্যমে পর্যবেক্ষণের শিকার হওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। কারণ, তিনি পেশাগতভাবে তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করেছেন।’ অন্যদিকে কারনেইরোকে এভাবে অপমান করার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এ জন্য ৫২ বছর বয়সি এই কোচ পাঁচ ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞা পেতে পারেন বলে জানিয়েছে ইংলিশ গনমাধ্যমগুলো। তবে নিজের মেডিকেল স্টাফ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মরিনহো জানান, ‘আমি আমার মেডিকেল স্টাফদের উপর সন্তুষ্ট ছিলাম না। যদি আপনি সজ্জাসঙ্গী, ডাক্তার কিংবা এর সহযোগী হন তবে আপনাকে খেলার পরিস্থিতি বুঝতে হবে। কিন্তু আমার মেডিকেল বিভাগের আচরণ শিশুসুলভ।